ঢাকা (রাত ১১:৪৫) সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আবারো কমলো সোনার দাম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০২:৩৮, ২৭ সেপ্টেম্বর, ২০২২

দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। এবার ভরিপ্রতি দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমছে। নতুন দাম মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

জুয়েলার্স সমিতি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা বলছে, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম কমায় তারাও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে চলতি মাসে টানা তিন দফা সোনার দাম কমাল বাজুস।

দাম কমায় মঙ্গলবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮১ হাজার ২৯৮ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেট ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ১৭১ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ ১৯ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৯৩৩ টাকা এবং ১৫ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা কমানো হয়েছিল। তবে এর আগে ১১ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৮৩ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। তাতে সোনার ভরি পৌঁছে যায় ইতিহাসের সর্বোচ্চ দামে, ৮৪ হাজার ৫৬৪ টাকায়।

দেশের বাজারে সোমবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেট ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪১৮ ও সনাতন পদ্ধতির সোনা ৫৫ হাজার ৮৭১ টাকায় বিক্রি হয়েছে।

তার মানে, মঙ্গলবার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭০০ টাকা কমছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT