গৌরীপুরে কলেজছাত্র মিঠু হত্যার বিচার দাবিতে মানববন্ধন পালিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪৫, ১৫ সেপ্টেম্বর, ২০২২
ময়মনিসংহের গৌরীপুর সরকারি কলেজের অর্নাস চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৩) হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে এএসসি ২০১৩ ব্যাচ ও জহিরুলের শুভাকাঙ্খীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তরা বলেন; তুচ্ছ ঘটনার জের ধরে ডেভিড রকি কলেজ ছাত্র মিঠুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনার দুইদিন পার হলেও এখন পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড়ে নিহত মিঠুর চাচাতো ভাই টিপু সুলতানের স্বর্নালংকারের দোকান রয়েছে। গত মঙ্গলবার বিকালে ওই দোকানে পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লার আলবার্ড বাদলের ছেলে ডেভিড সেন্টু স্বর্ণ বিক্রি করতে যান। এসময় দরদাম নিয়ে টিপুর সাথে সেন্টুর বাক-বিতন্ডা হয়। ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যায় সেন্টুর ছোট ভাই ডেভিড রকি দোকানে গিয়ে টিপুর সঙ্গে আবারও বাক-বিতন্ডা শুরু করলে; মিঠু এসে রকিকে নিবৃত্ত করার চেষ্টা করে। এসময় রকি ক্ষিপ্ত হয়ে মিঠুর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। পুলিশ হত্যাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে।