ধর্মপাশায় জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর কর্মী সম্মেলন-২০২২ অনুষ্ঠিত
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মঙ্গলবার ১২:৩২, ৬ সেপ্টেম্বর, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর কর্মী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে ।
৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগ অই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দীন আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুতফুর রহমানের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল বসর ঠাকুর খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য তফাজ্জল হোসেন, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ধর্মপাশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সুলতান উদ্দিন, দেলোয়ার হোসেন, সিরাজুল হক, লতিফা খানম প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট, সুনামগঞ্জ নেত্রকোনা সহ বন্যায় আক্রান্ত জেলাগুলোর মানুষকে বাঁচাতে ইজারাকৃত সকল জলমহাল চলতি মৌসুমে উম্মুক্ত করতে হবে। এছাড়াও চাল, ডাল, তৈল, গ্যাস, পানি, বিদ্যুৎ ও জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সীমাহীন মুল্য বৃদ্ধির প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলার আহবান জানান সাধারণ মানুষদেরকে।
সম্মেলন শেষে দলটির নেতা কর্মীগন একটি মিছিল বের করে বাদশাগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনটির সমাপ্তি হয়।