ঢাকা (ভোর ৫:১৪) বুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের সময় লঞ্চেও নেয়া যাবে না মোটরসাইকেল

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:২৮, ৭ জুলাই, ২০২২

ঈদের সময় মহাসড়কে মোটরবাইক চালানো নিষিদ্ধের পর এবার যাত্রীবাহী লঞ্চেও এই যান পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

ঈদ যাত্রীদের লঞ্চে ওঠা-নামার সুবিধার্থে বুধবার (৬ জুলাই) থেকে ১০ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

কয়েকদিন আগে নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চ মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে; বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. মোবারক হোসেন মজুমদারের বরাত দিয়ে জানানো হয়েছে।

গত ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের একটি বড় অংশের ভরসার নাম হয়ে ওঠে মোটরসাইকেল। তবে এতে দুর্ঘটনা বাড়ে বলে পরিসংখ্যানে উঠে এসেছে।

সম্প্রতি পদ্মা সেতুতে মোটরসাইকেলের ওঠা নিষিদ্ধ করা হয়। এরপর গত রবিবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ঈদের সময় সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে। সেই সঙ্গে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না বলেও জানানো হয়।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT