ঢাকা (সকাল ৬:৫৭) রবিবার, ২রা জুন, ২০২৪ ইং

বৃহস্পতিবার নিখোঁজ হওয়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার : আটক ২

পুকুরের পানিতে ভাসমান নিহত লিসা (বামে), নিহত লিসা (ডানে)



মনজু হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুর থেকে সাদিয়া সামাদ লিসা (১৪) নামে এক ৮ম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছোটদাপ এলাকায় পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। লিসা ছোটদাপ এলাকার আব্দুম সামাদের মেয়ে ও আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধা থেকে লিসাকে অনেক খোঁজাখুঁজি পরেও কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকালে স্থানীয়রা লিসার লাশ পুকুরের পানিতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলের মর্গে প্রেরণ করে। তবে পরিবারের দাবি পরিকল্পিত ভাবে লিসাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মেঘনা নিউজ কে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনাটি জানা যাবে। তবে এ ঘটনায় সন্দেহজনক দুই জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT