সাঘাটায় অভ্যন্তরীণ বোরোধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:১৪, ২৬ মে, ২০২২
সাঘাটায় উপজেলা খাদ্যগুদামে সরকারী অভ্যন্তরীণ বোরোধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রবিবার বোনারপাড়া খাদ্যগুদাম চত্বর থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এম তৌহিদুল্ল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কমকর্তা জিয়াউর রহমান, আব্দুল হালিম ও আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারীভাবে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি বোরোধান ২৭ টাকা মূল্যে মোট ১ হাজার ৩ শত ১৭ মেট্রিক টন এবং প্রতি কেজি চাল ৪০ টাকা মূল্যে মোট ২ হাজার ৭ শত ৭২ মেট্রিক টন ক্রয় করা হবে।
আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে।