ভোলায় জেলে ট্রলার ডুবির ঘটনায় মামলা দায়ের
কামরুজ্জামান শাহীন,ভোলা শনিবার ১২:৫৫, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
ভোলার দৌলতখানের মেঘনায় লঞ্চের ধাক্কায় জেলে ট্রলার ডুবির ঘটনায় তাসরিফ-২ লঞ্চের চালক ও শুকানিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জেলে ট্রলার মালিক আব্দুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এদিকে দূর্ঘটনার দুইদিনেও উদ্ধার হয়নি নিখোঁজ জেলে মমিন (২৫)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মত নিখোঁজ ১ জেলেকে উদ্ধারে কাজ করেছে কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এদিতে গত বৃহস্পতিবার বিকেলে দুই জেলের লাশ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার সকালে দূর্ঘটনায় নিহত জেলে এরশাদ মাঝী ও আলী আকবরের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৌলতখান থানার ওসি বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ওই দূর্ঘটনার তদন্ত করছে। নিখোঁজ এক জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য-গত বুধবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা থেকে হাতিয়াগামী এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ভোলার দৌলতখানে মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে ৯ জেলে ছিল। এদের মধ্যে ৬ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিল ৩ জেলে।
এদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে ২ জেলের লাশ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন মমিন নামের এক জেলে। তার বাড়ি দৌলতখান উপজেলার চরপাতা গ্রামে।