কালকিনিতে স্বামীর সাথে অভিমান করে গৃহিণীর আত্মহত্যা
মীর ইমরান,মাদারীপুর শুক্রবার রাত ১০:৩৮, ৭ জানুয়ারী, ২০২২
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার সিডি খান এলাকার নতুন চরদৌলত খান গ্রামের অসহায় কৃষক কামাল বেপারীর মেয়ে খাদিজা বেগমের সাথে একই গ্রামের মোনাব্বর খানের ছেলে মোঃ হাসান খানের প্রায় ৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের সময় কন্যাকে স্বর্ণালঙ্কার ও বড়কে নদগ অর্থ প্রদান করেন কন্যা পরিবার। বিয়ের পরে তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পূনরায় যৌতুকের জন্য খাদিজার উপর চাপ সৃষ্টি করে তার বাবার কাছ থেকে টাকা নেয়ার জন্য স্বামী ও শ্বশুর বাড়ীর পরিবার, শারিরিকভাবে নির্যাতন করেছে বলেও জানান নিহত খাদিজার পরিবার।
এ নির্যাতন সইতে না পেরে গত কয়েক দিন পূর্বে ওই গৃহবধু তার বাবার বাড়িতে যায়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধুর স্বামী হাসান খান তাকে মোবাইল ফোনে তার দাবীকৃত যৌতুকের টাকা নিয়ে স্বামীর বাড়িতে আসতে বলেন। এ নিয়ে স্বামী ও স্ত্রীর সাথে ফোনে তর্ক-বিতর্ক জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষোভে নিজের জীবন দিয়ে যৌতুকের বলি হয় গৃহবধু খাদিজা বেগম।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছি। তবে নিহতের পরিবার মামলা করলে মামলা নেয়া হবে।