ঢাকা (সকাল ৬:৩৫) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে ইউপি নির্বাচনে চারটি কেন্দ্রে হামলা,ককটেল বিস্ফোরণ;১টি কেন্দ্র স্থগিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার রাত ০২:২৭, ২৭ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন চার কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় একটি ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন প্রিজাইডিং কর্মকর্তা।

জানা গেছে, দুপুর ২টায় সিধলা ইউনিয়নের গোয়ালাকান্দা এবতেদায়ী মাদরাসা ভোট কেন্দ্রে দুপুরে একদল দূর্বুত্ত জাল ভোট দিতে শুরু করে। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান মাস্টারসহ অন্যান্য প্রার্থীর কর্মী-সমর্থকেরা এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তারা কেন্দ্রে অবস্থা নিয়ে ভোট বাতিলের দাবী জানান। পরে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা কামরুল হাসান ভোট গ্রহণ স্থগিত করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান মাস্টার বলেন-জালভোট দেওয়ায় বাঁধা দিলে দূর্বৃত্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এদিকে দুপুরে রামগোপালপুর ইউনিয়নে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায় একদল দূর্বৃত্ত। এসময় অন্যান্য প্রার্থীরা বাধা দিলে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকালে মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মেছিডেঙ্গী প্রমোদবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালায় স্বন্ত্রাসীরা। এছাড়াও সহনাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শামসুজ্জামান জামাল অভিযোগ করেন-ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে তাকে লাঞ্ছিত করেন নৌকার কর্মী-সমর্থকেরা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT