ধর্মপাশায় বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) বৃহস্পতিবার রাত ১০:৩৫, ২১ অক্টোবর, ২০২১
“আমরাই পারি বন্য প্রাণী বাঁচাতে” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের হল রোমে (২১অক্টোবর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরির্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বন্য প্রাণী পরিদর্শক ও বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা আব্দুল্লাহ আস সাদিক এর সভাপতিত্বে ও ফরেস্টার মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনে প্রধান অতিথি হিসাবে সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুনতাসীর হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসাবে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রেদোয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্য প্রাণী গবেষক মোঃ ফজলে রাব্বি ও আশিকুর সমি প্রমুখ।
এছাড়াও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এই সভায় উপস্থিত ছিলেন।