কালীগঞ্জে পুলিশ সুপার কাপ স্কুল কাবাডি টুর্নামেন্ট-২০১৯ : ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মেঘনা নিউজ ডেস্ক বৃহস্পতিবার রাত ০৩:৫১, ২ মে, ২০১৯
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ খেলাধুলার মধ্যে থাকি ‘মাদক কে না বলি, উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কালীগঞ্জে থানা কর্তৃক পুলিশ সুপার কাপ স্কুল কাবাডি টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ইউনিট এর জেলা সেক্রেটারি প্রভাষক মোঃ মিজানুর রহমান, কাকিনা আর আর এম পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা, এন জামান সরঃ প্রাঃ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলহাজ্ব জামাল উদ্দীনসহ স্থানীয় নেতৃস্থানীয় মহল ও সাংবাদিক বৃন্দ।
বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে কাকিনা এম এম আর পি উচ্চ বিদ্যালয় কাবাডিদল ও বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের কাবাডি দল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলায় বিজয়ী হয়েছে বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয় কাবাডি দল।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে এবং যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করতে এই আয়োজন করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।