ঢাকা (রাত ৩:৫৭) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দুই প্রতিবন্ধীর পাশে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা সভাপতি এস.এম সাদ্দাম 

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock বৃহস্পতিবার রাত ১১:৫৫, ১৫ এপ্রিল, ২০২১

কক্সবাজারের মহেশখালীর দুই প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা সভাপতি এস এম সাদ্দাম হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা ইনজামামুল হক জুসিয়ানের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী কবির ও রাশেদার বাড়ি গিয়ে ইফতার সামগ্রী দিয়ে আসেন।এসময় তারা তাদের সার্বিক খোঁজ খবর নেন।

এসময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসের প্রতিবন্ধী কবিরের সাথে ভিড়িও কনফারেন্সে কথা বলেন। তিনি কবির ও তার বোনকে সহযোগিতা করার মাধ্যমে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ কর্মী সাদ্দাম হেসেন আদিব, মহি উদ্দীন সাগর, সৈয়দ নুর আজিজ, আব্দুর রাজ্জাক, জিহাদুল ইসলাম, ইয়াছিন আরাফাত, আব্দুল হালিম রিজভী ।

এদিকে কবির ও রাশেদা জানান, তারা দীর্ঘদিন উপজেলা পরিষদের সামনে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু নতুন স্থাপনা তোলার জন্য উপজেলা প্রশাসন সবার দোকান ভেঙ্গে ফেলেন। তারপর থেকে তারা ভ্রাম্যমান দোকান করেন। করোনার এই দুর্যোগে বর্তমানে আর্থিক সংকটে আছেন। এই সময় ছাত্রলীগের সহযোগিতা পেয়ে তারা আনন্দিত হন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT