ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১
মেঘনা নিউজ ডেস্ক মঙ্গলবার রাত ১১:৫২, ১৮ ডিসেম্বর, ২০১৮
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পঞ্চগড় সড়কে সদর উপজেলার সালন্দর তেলিপাড়া নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিআরটিসি বাস ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আলীফুল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এবং আরো ১৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফুল ঠাকুরগাঁও উপজেলার দেবীপুর ইউনিয়নের শফিকুলের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, সকালে সালন্দর তেলিপাড়া নামক স্থানে পঞ্চগড় থেকে আসা একটি ট্রাক ও ঠাকুরগাঁও থেকে আসা বিআরটিসির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
তাৎক্ষণিক ঘটনাস্থলেই মৃত্যু হয় আলীফুলের। এবং বাসের হেলপার সহ আরো ১৮ জন আহত হন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
আলিফুলের বাবা জানান, আলিফুল । রংপুর থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান দূর্ঘটনায় এক জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।