ঠাকুরগায়ে বিশ্ব এইডস দিবস-২০১৮ পালিত
মেঘনা নিউজ ডেস্ক শনিবার দুপুর ০৩:২৯, ১ ডিসেম্বর, ২০১৮
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ এইচআইভি পরীক্ষা করুন নিজেকে জানুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
শনিবার ইকো কলেজে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঠাকুরগাঁও শহরের ইকো কলেজ থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয় র্যালীতে প্রশাসনের কর্মকর্তা, ডাক্তার, নার্স, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ, নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।র্যালীটি গোবিন্দ নগর এ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
পরে ইকো কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহাঃ শহিদ উজ জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আবু মোহাম্মদ খায়রুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পরিবার পরিকল্পনার অতিরিক্ত পরিচালক মোস্তফা কামাল, ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা আকতার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, শিশু বিশেষজ্ঞ ডাক্তার সাজ্জাদ হায়দার শাহীন প্রমুখ। বক্তারা আলোচনা সভায় এইচ আই ভি এইডস বিষয়ে জেনে তা প্রতিরোধ করার জন্য ও এ বিষয়ে সচেতনতা তৈরীর জন্য সকলকে আহ্বান জানান।