ঢাকা (বিকাল ৫:৩৯) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নড়াইলের বাঁশগ্রাম ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ইকবাল হাসান,নড়াইল ইকবাল হাসান,নড়াইল Clock শনিবার বেলা ১২:১০, ৬ ফেব্রুয়ারী, ২০২১

নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার( ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে বরখাস্তের এ আদেশ দেন।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ারুল ইসলাম জানান, ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ এর বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করতে ডিএফ মো: আব্দুল হালিমের স্বাক্ষর ও সিল জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ওই ইউনিয়ন পরিষদের সচিব মো: তৌফিক রহমান ও মহিলা ইউপি সদস্য কবিতা বেগম নড়াইলের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে স্থানীয় সরকার বিভাগকে জানানো হয়। পরবর্তীতে বরখাস্তের এ আদেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT