ঠাকুরগাঁওয়ে শেষ হলো আয়কর মেলা-২০১৮
মেঘনা নিউজ ডেস্ক রবিবার রাত ০৯:১১, ১৮ নভেম্বর, ২০১৮
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৪ দিন ব্যাপী আয়কর মেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কর অঞ্চল রংপুর আয়োজিত এই মেলা শেষ হয়। মেলায় এ বছরে রিটার্ন গ্রহণ হয়েছে প্রায় ১২ শত। এরমধ্যে রিটার্ন দাখিল হয়েছে ৭৫৫ টি।
টাকা জমা হয়েছে মোট ৩৬ লক্ষ ২০ হাজার ৮৩৪ টাকা। আয়কর মেলার সমাপনী যে কর অঞ্চল রংপুরের ১৯ সার্কেলের সহকারী কর কর্মকর্তা মফিজুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি আরো জানান বিগত বছরের তুলনায় চলতি বছরে রিটার্ন গ্রহণ দাখিল ও টাকা জমাদান তুলনামূলকভাবে কম হয়েছে।
বিগত বছর নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করেছে প্রায় তিন হাজার ৫০০ টি। সেই তুলনায় রিটার্ন দাখিল ও টাকা জমাদান কম হওয়ায় আমরা হতাশ হয়েছি। তবে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ঠাকুরগাঁও আয়কর অফিস এ রিটার্ন দাখিল, গ্রহণ, ও টাকা জমাদান সহ সকল আয়কর সংক্রান্ত সকল সেবা আমাদের ঠাকুরগাঁও আয় কর অফিসে প্রদান করা হবে। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে এসব সেবা পাওয়া যাবে বলেও জানান এই কর কর্মকর্তা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর আইনজীবী সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুল ইসলাম, সমিতির সদস্য অ্যাডভোকেট মহসীন আলী, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।