দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা একমাত্র সরকারি গণপাঠাগারটি উদ্বোধন
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) বুধবার রাত ০৮:১৫, ১৬ ডিসেম্বর, ২০২০
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি একমাত্র গণপাঠাগারটির কার্যক্রম নানাবিদ কারণে সাড়ে ছয় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ওই পাঠাগারটি পাঠকদের জন্য চালু করেছে উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে এই পাঠাগারটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনতাসির হাসান,সহকারি কমিশনার (ভূমি) মো.আবু তালেব,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আবদুর রহিম মিয়া,ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এটি এম নাজিম উদ্দিন আল আজাদ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌথুরী,পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।
জানা গেছে, উপজেলা পরিষদ জামে মসজিদের পুকুরপাড় সংলগ্ব স্থানে ১৯৯৩সালে ধর্মপাশা উপজেলা গণপাগারটি প্রতিষ্ঠিত হয়। নানাবিদ কারণে বিভিন্ন সময়ে পাঠাগারটি বন্ধ ছিল। সর্বশেষ ২০১৪ সালে ঘূর্ণিঝড়ে ভবনটির টিনের ছাউনির একটি অংশ ভেঙে যায়। এতে ভেতরে থাকা পাঁচ শতাধিক বই বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়। এরপর টানা সাড়ে ছয় বছরেরও বেশি সময় ধরে এই পাঠাগারটির যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান সাংবাদিকদের বলেন, পাঠাগারটি কার্যক্রম চলমান রাখার লক্ষে স্থানীয় জনপ্রতিনিধি , শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষজনদেরকে নিয়ে সভা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।