ঢাকা (সকাল ১০:৪৬) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী আবুল কালাম আজাদের শোডাউন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার সন্ধ্যা ০৭:৩৪, ২৩ নভেম্বর, ২০২০

আসন্ন ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে সরোব হয়ে উঠেছে মেয়র প্রার্থীরা। প্রার্থীতা জানান দিতে ও পৌরসভার মাঠ দখল রাখতে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও শোডাউন করছে।

এই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও নৌকা প্রতীকের প্রত্যাশায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পৌর শহরে শোডাউন করেন। শোডাউনটি শহরের রেলস্টেশন থেকে বের হয়ে শহরের উত্তর বাজার মোড় হয়ে মধ্যবাজার, ধানমহাল, পাটবাজার ও নতুনবাজার প্রদক্ষিণ করে রেল স্টেশনে গিয়ে শেষ হয়।

আবুল কালাম আজাদকে নৌকা প্রতীক দেয়ার দাবিতে শোডাউনে অংশ নেন উপজেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল দাস, আওয়ামীলীগ নেতা ও পৌরসভার সাবেক কমিশনার হাবিবুর রহমান তালুকদার লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমূল হক কাশেম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিগাঙ্ক শংকর পাল মিন্টু, একেএম শহিদুল হক আলম, মতিউর রহমান চিশতি, কৃষকলীগ নেতা আঃসাত্তার, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান কাউসার, পৌর যুবলীগের সাবেক আহবায়ক আব্দুর রউফ মোস্তাকিম, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ, শিপন, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা এম হক প্রিন্স প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT