মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, শিশু নির্যাতন প্রতিরোধ, শিক্ষার্থীদের উন্নয়নে লোহাগড়ায় ছাত্র কল্যাণ সংসদের যাত্রা শুরু
মেঘনা নিউজ ডেস্ক শনিবার দুপুর ০২:৪২, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
এসকে,এমডি ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি: মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, শিশু নির্যাতন প্রতিরোধসহ অসহায়, দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যয়ে নড়াইলের লোহাগড়ায় ছাত্র কল্যাণ সংসদ যাত্রা শুরু করেছে। লোহাগড়া উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বি,এম কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে সংগঠনের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টায় লক্ষীপাশা মহিলা ডিগ্রী কলেজের হল রুমে লোহাগড়া উপজেলা ছাত্র কল্যাণ সংসদ এর নবনির্বাচিত সভাপতি মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বি, এম কামাল হোসেন। অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো: ইদ্রিস শেখ, গোলাম কিবরিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মো: উজির আলী, সাহেদ মাহমুদ প্রমুখ। উপজেলা ছাত্র কল্যাণ সংসদ এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।