বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে এক জনের আত্মহত্যা
মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া রবিবার রাত ০২:৪৯, ১৫ নভেম্বর, ২০২০
বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে জামাল হোসেন (৫০) নামের এক টিউবওয়েল মিস্ত্রী আত্মহত্যা করেছেন। জামাল উপজেলার জিনোইর গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে।
এ ঘটনায় শনিবার সকালে আদমদীঘি থানায় একটি অপমৃতু্য মামলা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে টিউবওয়েল মিস্ত্রী জামাল বিষাক্ত গ্যাসবড়ি খেয়ে ছটফট করতে শুরু করেন। পরিবারের লোকজন তাকে আদমদীঘি স্বাস্থ্য কমপেস্লে নিলে সেখানে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে জরুরী ভিত্তিতে বগুড়ায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, বাদী না থাকায় জামাল হোসেনের মরদেহ শনিবার সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বগুড়া আদমদীঘি উপজেলায়, কিছু অসাধু কীটনাশক ব্যবসায়ীদের কারণে উক্ত উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। তাই সচেতন মহল এসব অসাধু কীটনাশক ব্যবসায়ীদের আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।