ঢাকা (সকাল ১০:৫১) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

গৌরীপুরে শুভ্র হত্যার বিচার ও খুনীদের ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১০, ২২ অক্টোবর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মাসুদুর রহমান শুভ্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এ প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এসময় মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, নিহত শুভ্র’র চাচা আওয়ামীলীগ নেতা সাদিকুর রহমান সেলিম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সহ সভাপতি আশিকুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রহিমুদ্দিন, আবুল কালাম, শহীদ পরিবারের সদস্য ম. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের আহবায়ক এম এ হাই, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি বিল্লাল হোসেন প্রমুখ।

এতে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন, নুরুল হক, আব্দুল কদ্দুছ, আব্দুল গণি, কাজিমুদ্দিন, আব্দুল কাদির, আব্দুল জলিল, প্রদীপ বিশ্বাস, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আবুল কালাম, সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন আব্দুল হাই, সাংবাদিক কমল সরকার, আনোয়ার হোসেন শাহীন, ফারুক আহাম্মদ, মোঃ রইছ উদ্দিন, আরিফ আহম্মেদ, শাহজাহান কবির, মুক্তিযোদ্ধার সন্তান দেওয়ান খসরুজ্জামান বাবুল, সেকান্দার আলী, আব্দুল হান্নান, দুলাল মিয়া, সেতাউল হাসান জিলানী, সিদ্দিকুর রহমান, চায়না রানী সরকার, শাহিন, উপজেলা আইসিটি অফিসের অফিস সহকারি এম এ সালাম প্রমুখ।

উল্লেখ্য শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর গৌরীপুর পৌর শহরে পানমহাল এলাকায় শুভ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রবিবার ভোরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (একাংশ) ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও তার তিন সহযোগী জাহাঙ্গীর, মুজিবর ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৌরীপুর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (৫৫) এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৮) সহ স্থানীয় ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে নিহত শুভ্র’র ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত (২৩) বাদী হয়ে গৌরীপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT