ঢাকা (সন্ধ্যা ৭:৪৬) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ব্রাজিলে বড়লেখার রায়হান দূর্বৃত্তের গুলিতে নিহত

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock রবিবার সন্ধ্যা ০৬:০৯, ১৮ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নামের এক যুবক ব্রাজিলে দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

সেদেশের একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে হত্যার পর ৩ যুবক পালিয়ে যাচ্ছে। শুক্রবার ১৬ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে। নিহত রায়হান বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রায়হানের মৃত্যুতে তার পরিবার সহ পূরো এলাকায় শোকের ছায়া নেমেছে। পারিবার ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে,জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি টেক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় টেক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

এদিকে রায়হানকে হত্যার দৃশ্য সে দেশের একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের টেক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌঁড়ে পালায়। তবে ঠিক কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করতে পারে।

এদিকে খবর পেয়ে ব্রাজিলের স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠিয়েছে। একই সাথে হত্যা রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে ব্রাজিল পুলিশ। কয়েক জন ব্রাজিল প্রবাসী রায়হানের পরিবার ও গ্রামের লোকজনের সাথে মুঠোফোনে কথা বলেন, রায়হান খুব ভালো ছেলে ছিলো। মাঝেমধ্যে তার সাথে দেখা হতো। কয়েক বছর আগে সে ব্রাজিলে এসেছে। এখানে সে টেক্সি চালিয়ে টাকা উপার্জন করতো।

শুক্রবার রাতে টেক্সি নিয়ে বেরিয়েছিল। হঠাৎ শোনেছি সে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে। আমরা সেখানকার একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি, দুর্বৃত্তরা তাকে গুলি করে দৌঁড়ে পালাচ্ছে। তবে কী কারণে তারা তাকে হত্যা করলো, তা ঠিক বলতে পারছি না। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে নিশ্চিত করে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন জানান, খবর পেয়ে রায়হানের বাড়িতে যান পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে। এ সময় তিনি কয়েকজন ব্রাজিল প্রবাসীর সাথে মুঠোফোনে কথা হয় বলে জানান।

রায়হানরা ২ ভাই ও ৩ বোন, সে কয়েক বছর আগে ব্রাজিলে যায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT