ঢাকা (রাত ১:৩৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

লোহাগড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার রাত ০৮:২০, ২৪ জুলাই, ২০১৮

এসকে,এমডি ইকবাল হাসান,নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জাকির হোসেন সিকদার(৪২)
নামে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার(২৩ জুলাই) দিবাগত রাত তিনটার দিতে লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি সাটারগান, ২টি রামদা, ১টি হাতুড়ি উদ্ধার করেছে। বন্দুক যুদ্ধে
চার পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত জাকির কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের মৃত কালাম সিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, একদল ডাকাত কচুবাড়িয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ সোমবার রাত তিনটায় ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিকে লক্ষ
করে গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত জাকির হোসেনকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
কর্তব্যরত ডাক্তার জাকিরকে মৃত ঘোষণা করেন। ডাকাত ও পুলিশের বন্দুক যুদ্ধে এসআই মাহফুজ, এএসআই প্রলয় চক্রবর্তী, পুলিশ কনস্টবল টিটো, মুরাদ আহত হলে তাদের লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। লোহাগড়া
থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ডাকাত জাকিরের নামে লোহাগড়া থানায় দুটি ডাকাতি মামলা ছিল। নিহতের পোষ্ট মর্টেম নড়াইল সদর হাসাপাতালে সম্পন্ন হয়েছে। পুলিশ
প্রথমে নিহতের পরিচয় জানাতে না পারলেও পরে নিহতের পরিচয় নিশ্চিত করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT