ঢাকা (সন্ধ্যা ৭:৪৭) বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আছরের চার রাকাত নামাজের বিবরণ

হাফিজ মাছুম আহমদ দুধরচকী,সিলেট হাফিজ মাছুম আহমদ দুধরচকী,সিলেট Clock বুধবার দুপুর ০১:৫১, ১৬ সেপ্টেম্বর, ২০২০

আছরের নামাজ প্রথম হযরত ইউনুস আলাইহিসসালাম পড়িয়াছিলেন। আল্লাহ তায়ালা তাঁহাকে মৎসের গর্ভ হইতে মুক্তি দেওয়ার চারিটি কারণে চার রাকআত নামাজ পড়িয়াছিলেন।

১ম রাকাত- রাত্রির অন্ধকার হইতে মুক্তি পাইয়া,

২য় রাকাত- মৎসের গর্ভের অন্ধকার হইতে মুক্তি পাইয়া,

৩য় রাকাত আল্লাহ তায়ালা তাঁহার কার্যে অসন্তুষ্ট হইয়াছিলেন, পরে আল্লাহ তায়ালা রাজি হইয়াছিলেন সেই জন্য,

৪র্থ রাকাত পানির অন্ধকার হইতে মুক্তি পাইয়া। এই চারি রাকাত নামাজ শোকরানা নফল স্বরূপ পড়িয়াছিলেন। পরে উহা আমাদের প্রতি ফরজ হইয়াছে।

ইয়া আল্লাহ আমাদের এই শ্রম গুলো জান্নাতের ঝরিয়া হিসেবে কবুল করুন।মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নামাজের বিষয় গুলো জানার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT