নাগরপুরে পানিতে ডুবে ২ বছরের ১ শিশুর মৃত্যু
মো. শাকিল হোসেন শওকত,নাগরপুর, টাঙ্গাইল সোমবার রাত ০৩:১২, ১৪ সেপ্টেম্বর, ২০২০
বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে টাঙ্গাইল জেলার নাগরপুরের ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামের ২ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুর ৩ টার সময় শাহিদ (২) বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। ভাদ্রা ইউনিয়ের কোদালিয়া গ্রামের শাহিনুরের ছেলে শাহিদ (২) কে তার পরিবার বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।
পরে তারা, শাহিদের পেটের পানি বের করার চেষ্টা করে। শেষ চেষ্টা করতে পরিবার শাহেদকে ৩.৩০ মিনিটের সময় উপজেলার হাসপাতালে নিয়ে যায়।
নাগরপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ফাতেমা তুজ জোহরা শাহিদকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন,বাচ্চাটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
পরিবার ও এলাকায়, এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ, গত ২ দিনে এ নিয়ে পানিতে ডুবে ২টি শিশুর মৃত্যু হয়েছে। অপর শিশুটির বয়স ছিল ৩ বছর।