সান্তাহারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা
মিরু হাসান বাপ্পী, আদমদিঘী ( বগুড়া ) বৃহস্পতিবার রাত ১১:৩৩, ২৭ আগস্ট, ২০২০
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে তিন প্রতিষ্ঠানের ১৯হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার সান্তাহার স্টেশন রোডে হোটেল স্টার, হোটেল বিসমিল্লাহ্ ও পূর্ব ঢাকা রোডে উজ্জল স্টোরের জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যলয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রান্নাঘরের পরিবেশ অপরিষ্কার, নোংরা থাকায় দুটি হোটেলে ও পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় একটি ভ্যারাইটিজ স্টোরে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব প্রতিষ্ঠানের জরিমানার পরিমান হলো; হোটেল স্টারের ৩হাজার, হোটেল বিসমিল্লাহ’র ১৫ হাজার ও পূর্ব ঢাকা রোডের উজ্জল স্টোরের ১হাজার টাকা।