কুমিল্লা-১ আসন আবারো ধরে রাখতে চান সুবিদ আলী ভুইয়া।
Alauddin Islam শুক্রবার সকাল ০৯:৪১, ৪ মে, ২০১৮
মেঘনা নিউজ:স্বাধীনতার উত্তর জাতীয় রাজনীতিতে গুরুত্ব বহন করে আসছে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন। আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও ৩৫ বছর পর নবম ও দশম জাতীয় নির্বাচনে আসনটি আওয়ামী লীগকে উপহার দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া।
দীর্ঘ তিনযুগ পর আসনটি উদ্ধারে দলের ও জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। শেখ হাসিনা নজর কেড়ে নেয় সুবিদ আলী ভ‚ইয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুবিদ আলীকে দলের মনোনয়ন দিয়ে আসনটি আবারো ধরে রাখতে চায় দল শেখ হাসিনা এমনটি মনে করছেন দলীয় নেতাকর্মীরা। এমপি নির্বাচিত হওয়ার পর সুবিদ আলীর নেতৃত্বে একদিকে স্থানীয় আওয়ামী রাজনীতির তৃণমূলে গতি ফিরে পায় ও নেতৃত্বে আমুল পরিবর্তন আসে এবং স্থানীয় রাজনীতিতে সূচনা হয় নতুন মেরুকরণের। দীর্ঘ প্রতিক্ষার পর নেতা পেয়ে চাঙ্গা হয়ে উঠে স্থানীয় আ.লীগ। অপরদিকে এমপি সুবিদ আলীর নিরলস প্রচেষ্টায় গত সাড়ে নয় বছরে দুইটি উপজেলায় আভ্যন্তরীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নের সাথে সাথে পাশর্^বর্তী উপজেলাগুলোর সাথে যোগাযোগ স্থাপনে নতুন নতুন সড়ক, কালভার্ট, সেতু নির্মাণ হয়েছে। তার প্রচেষ্টায় বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, যোগাযোগ, দারিদ্র বিমোচন, গ্রামীন অবকাঠামোগত উন্নয়ন, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণসহ আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক গতি সঞ্চারিত হয়েছে। এর সবই তার বলিষ্ঠ নেতৃত্ব এবং নিরন্তর প্রচেষ্টার ফসল।
এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক ক্ষেত্রে নিঃসন্দেহে রচিত হলো একটি নতুন মাইলফলক এবং উন্নয়নের ক্ষেত্রে সূচিত হলো এক নবদিগন্ত। এরই ধারাবাহিকতা রক্ষাকল্পে আসন্ন একাদশ নির্বাচনেও সুবিদ আলীর নেতৃত্বে আসনটি ধরে রাখতে প্রানপণ চেষ্টায় মরিয়া স্থানীয় আওয়ামী লীগসহ সুবিদ আলী সমর্থকরা। তাই আসনটির দাউদকান্দি ও মেঘনা উপজেলায় নৌকার ভোটের রাজনীতিতে সরব হাট-মাঠ-ঘাট। নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে এদিকে এমপি সুবিদ আলী ভ‚ইয়া অন্যদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুস সালাম নৌকার প্রচারনায় গ্রাম থেকে গ্রামন্তর চষে বেড়াচ্ছেন।
একাদশ সংসদ নির্বাচনকে সমানে রেখে কোমড় বেধে মাঠে নেমে পড়েছে দলীয় নেতাকর্মীসহ সুবিদ আলী সমর্থকরা। ভোটের রাজনীতিতে সুবিদল আলীকে নিয়ে আলোচনা হটকেক এখন এখানে। একাধিক প্রার্থীর নাম শোন গেলেও এমপির অবস্থান দলের উঁচু মহলে। আসন্ন ভোটের রাজনীতিতে সুবিদ আলীকে নিয়েই আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিনত নিজ দল, বিরোধদিরসহ সাধারণ ভোটারদের মধ্যে। বিরোধী দল তথা বিএনপির প্রার্থী কৌশলে চালিয়ে যাচ্ছেন ভোট রাজনীতির কাজ। মাঠে তাদের অনাগোনা উল্লেখযোগ্য না থকলেও ফেসবুকে প্রচরনায় আছেন তারা। অক্টোবরে নির্বাচনে তফসিল ঘোষণা হবে এমনটি মাথায় রেখে কর্মমূখর এখন আওয়ামী ভোট রাজনীতি।