ঢাকা (রাত ১২:০১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ২০০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

ভোলা জেলা ২৩৪০ বার পঠিত

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock মঙ্গলবার দুপুর ০২:৩১, ২৮ জুলাই, ২০২০

ভোলার সদর উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ মো.মাহাবুব তালুকদার (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মাহাবুব তালুকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরীপুর ইউনিয়নের
তেওয়ারীপুর ২নং ওয়ার্ডের আঃ মন্নান তালুকদারের ছেলে।

ভোলা সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক(এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) মো. মাইনুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টুন এলাকা অভিযান চালিয়ে মো. মাহাবুব তালুকদার নামের এক যুবককে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT