ঢাকা (সন্ধ্যা ৭:০৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কিশোরগঞ্জে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বিধবাদের স্কুল ব্যাগ,ভাতা-বহি, উপ-বৃত্তির চেক, গাছের চারা বিতরন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার বেলা ১২:৫২, ২৭ জুলাই, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় প্রতিবন্ধী বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,ভাতা-বহি, উপ-বৃত্তির চেক, গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ ও এলজিএসপির সহায়তায় এসব বিতরণ করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার। পরে করোনায় আক্রান্ত ও নিহত ৭ জন পরিবার, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT