ঢাকা (সন্ধ্যা ৬:৫১) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভোলা জেলা ২৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:০১, ১৯ জুলাই, ২০২০

ভোলা জেলার দৌলতখান উপজলায় ৫০ পিস ইয়াবাসহ মো. আব্বাস (২৫) ও মো. জুয়েল (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মো.আব্বাস উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরছবি ৭ নং ওয়ার্ড এলাকার মৃত রুহুল আমির মাঝীর ছেলে ও মো. জুয়েল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরবড়ধলি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত মো. ফরিদের ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ- পরির্দশক(এসআই)(নিঃ) শান্তু দেবনাথ ও সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. আব্বাস ও মো. জুয়েল নামের দুই যুবককে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দৌলতান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT