রংপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৫
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার রাত ১০:০৮, ১৬ জুলাই, ২০২০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছে রংপুর জেলা পুলিশ ২, র্যাব-১৩-৬, মেট্রোপলিটন পুলিশ ১, ডিআইজি অফিস ১, রংপুর কোতোয়ালী ১, বদরগঞ্জ উপজেলায় ১, কাউনিয়া উপজেলায় ২, রংপুর মেট্রো এলাকায় ২১। এদের মধ্যে ইসলামবাগ ৩, রামপুরা ১, খলিফাপাড়া ১, হাবিবনগর ২, জুম্মাপাড়া ১, পানি উন্নয়ন বোর্ড ১, ধাপ ২, মুলাটোল ১, সিভিল সার্জন অফিস ১, লালকুঠি ৩, দর্শনা ১, আলমনগর ১, বুড়িরহাট ১, শালবন মিস্ত্রিপাড়া ১, রমেক রোগী ১ জন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন জানান, পীরগাছা উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৫১। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) পীরগাছা উপজেলায় নতুন করে কোনো করোনা শনাক্ত হয়নি। উল্লেখ্য, চলতি বছরের গত ১ মে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর গোটা উপজেলায় ৫১ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪২ জন, চিকিৎসাধীন ৭ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।