ঢাকা (সকাল ৯:৪৬) শনিবার, ৪ঠা মে, ২০২৪ ইং

সিরাজগঞ্জে করোনা চিকিৎসায় অক্সিজেন বিতরণ করল আবুল খায়ের গ্রুপ



দেশের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সংকট নিরসনে সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্ত মানুষের চিকিৎসা সেবায় সহযোগিতার জন্য আবুল খায়ের গ্রুপ ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে ।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১ টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থমন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর উপস্থিতিতে তাঁর মাধ্যমে আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও সিভিল সার্জন ডা. মোঃ জাহিদুল ইসলামের কাছে এ সিলিন্ডার ও নগদ অর্থ হস্থান্তর করেন।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে মানবতার সেবায় আবুল খায়ের গ্রুপের এই সহযোগিতার জন্য সিনিয়র সচিব আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে সকাল ৯ টায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন দুঃস্থ অসহায় ও কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT