সিলেটের দুই ল্যাবে পুলিশ ও চিকিৎসকসহ ১০৭ জনের করোনা শনাক্ত
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুর ০১:১০, ২ জুলাই, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলট প্রতিনিধি : সিলেটের দুই ল্যাবে আরো ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে কলেজের ল্যাবে ৮০ জন ও শাবিপ্রবি’র ল্যাবে ২৭ জন রয়েছেন। ওসমানীর ল্যাবে শনাক্তের মাঝে চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। বুধবার রাতে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ল্যাবে প্রায় ৩’শ এর মতো নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে ৭ জন চিকিৎসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন। এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলার ২৭ জন শনাক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।