গোবর গাড়া গ্রামে ঢাকা থেকে পালিয়ে আসা এবং গ্রাম থেকে পালিয়ে যাওয়া আজিজের করোনা পজিটিভ
মোঃ কামরুজ্জামান বুধবার সন্ধ্যা ০৭:৩৮, ১ জুলাই, ২০২০
মো: জহিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোবর গাড়া গ্রামে গত ২৩শে জুন মঙ্গলবার ঢাকা থেকে মো: আলি হোসেনের ছেলে মো: আজিজ মিয়া করোনা উপস্বর্গ নিয়ে বাড়ীতে আসে। ২৩ জুন স্থানীয় প্রশাসন বাড়ী লকডাউন করলেও মানেনি তাদের পরিবারের কেউ, অন্য দশজন মানুষের মতো তারাও জনসাধারণের সাথে চলাচল করতো। গ্রামের বা প্রতিবেশি তাদের সচেতন করলে তারা অশ্লীল ভাষায় কথা বলতো। গত ২৭শে জুন শনিবার ইউনিয়ন স্বাস্থ্য কর্মীরা আজিজকে সচেতন করলেও সে তেমন মানতো না স্বাস্থ্যবিধি। অবশেষে ২৮ জুন রবিবার আজিজ চুয়াডাঙ্গায় নমুনা পরীক্ষার জন্য নমুনা দেয়। কিন্তু ২৯ জুন সোমবার আজিজ ভোর বেলা বাড়ী থেকে পালিয়ে যায়। আজ ১লা জুলাই আজিজের রিপোর্ট আসে করোনা পজিটিভ। এখন সাধারণ জন গণের মাঝে প্রশ্ন আজিজ কিভাবে পালিয়ে গেলো। সব শেষে আজ আজিজের পরিবারকে কঠোর ভাবে লকডাউন করেছে প্রশাসন।