ঢাকা (দুপুর ১:৩০) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার

স্বাস্থ্যবিধি না মেনে আবারো বসল ধর্মপাশার গরু-ছাগলের হাট এবং হাটবাজার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৮:৪৯, ১১ জুন, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ   করোকালীন এই সংকটময় পরিস্থিতে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা ও হাটবাজার বসার জন্য সরকারি নির্দেশনা থাকলেও সুনামগেঞ্জের ধর্মপাশা উপজেলার সদর বাজারে গরু ছাগলের হাটে তা উপেক্ষিত হয়েছে। সেখান অকোনোরকম তোয়াক্কা করা হয়নি। এ উপজেলাটি লক ডাউন ঘোষণার পর গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো এই বাজারে বসেছিল গরু ছাগলের হাট। সকাল থেকেই এখানে নিয়ে আসা গরু ছাগলের পাশাপাশি মানুষজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গরু ছাগলের এই হাটে স্বাস্থ্য বিধি না মানার কারণে এ ‍ উপজেলার মানুষজন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১২এপ্রিল ধর্মপাশা উপজেলাটি লক ডাউন ঘোষণা করা হয়। লক ডাউন ঘোষণার পর আজি বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো বসেছিল গরু ছাগলের হাট।এই হাটটি আশপাশের কয়েকটি জেলার মধ্যে বৃহত্তম। হাটের আগের দিন থেকেই বিভিন্ন উপজেলার মানুষজন ও গরু ছাগলের ব্যবসায়ীরা এই হাটে গরু ছাগল নিয়ে চলে আসেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সাথে সাথে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে মানুষজনদের উপস্থিতি বাড়তে শুরু করে। হাজার হাজার মানুষজনদের উপস্থিতি ও গরু ছাগলের গাদাগাদির কারণে এই বাজারে তৈরি হয় এক বিচ্ছিরি পরিবেশ। করোনার সংক্রমণ রোধে বাজার কর্তৃপক্ষ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি তেমন কোনো কঠোর ব্যবস্থা।

ধর্মপাশা গ্রামের বাসিন্দা ও দি রিলিজিয়াস ট্রাস্টের সেবায়েত এবং গরুর বাজার পরিচালনার দায়িত্বে থাকা দেবাশীষ চৌধুরী মিঠো বলেন, এই গরু ছাগলের হাটটি দি রিলিজিয়াস ট্রাস্টের নামে রয়েছে। আমি সহ আরও অনেকেই এই ট্রাস্টের সেবায়েতের দায়িত্ব পালন করছি। সকলের সহযোগিতা পেলে আগামী বৃহস্পতিবার থেকে এই হাটে স্বাস্থ্য বিধি ও নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলাা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব বলেন, যে কোনো হাটবাজারই ব্যক্তি বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের নামে থাকার নিয়ম নেই। হাট বাজার বলতেই সরকারের নিয়ন্ত্রণে থাকবে এটাই স্বাভাবিক। ধর্মপাশা সদর বাজারের গরুর হাটটি নিয়ে দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে দেবোত্তর সম্পত্তির নাম দিয়ে রীট থাকার কারণে সেটি স্থানীয় একটি পক্ষ ভোগ দখলে রয়েছেন। এই হাটটি যাতে সরকারের নিয়ন্ত্র্রনে আনা যায় সে জন্য প্রয়োজনীয আইনগত পদক্ষেপ নেওয়ার জন্ কাজ শুরু করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন, আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য বিধি মেনে এই গরুর হাট পরিচালনা করার জন্য হাট পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্ঠ ব্যক্তিকে ডাকা হয়েছে। করোনার সংক্রমণ রোধে যা যা করা দরকার তাই করতে হবে। সরকারি নির্দেশ অমান্য করে কেউ যদি গরু ছাগলের হাট বসান তাহলে সংশ্লিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT