কিশোরগঞ্জে কোভিড আক্রান্ত ১১ পুলিশ সদস্যের ১১ জনই সুস্থ
নিজস্ব প্রতিনিধি বুধবার রাত ০৮:৩৫, ১০ জুন, ২০২০
রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামনের সারিতে থেকে কাজ করে আসা কিশোরগঞ্জে ১১ জন পুলিশ সদস্য মারাত্মক এই ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়।
গত (২৪এপ্রিল) সর্বপ্রথম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় কর্মরত এএসআই ফারুক মিয়া নামে একজনের শরীরে করোনা শনাক্ত হয়। পরে জেলায় আরো ১০ জনসহ মোট ১১ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়। ১১ সদস্যের মধ্যে এর আগে ১০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। সর্বশেষ এএসআই ফারুক মিয়া সোমবার দুটি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনায় ছাড়পত্র পাওয়ায় এখন কিশোরগঞ্জে আর কোনো পুলিশ সদস্য করোনায় আক্রান্ত নেই।
কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। জেলা পুলিশ সুপার সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধমূলক দায়িত্ব পালন করতে গিয়ে ভৈরব থানায় কর্মরত এএসআই ফারুক মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি হঠাৎ হালকা কাশি অনুভব করলে গত ২২ এপ্রিল ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নমুনা সংগ্রহ করে কিশোরগঞ্জের সিভিল সার্জনের মাধ্যমে আইপিএইচ-এ পাঠানো হয়।
গত ২৪ এপ্রিল তার কোরোনাভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভৈরব ট্রমা সেন্টারের অধীনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দ্বিতীয় ও তৃতীয়বার পর পর দুটি নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় সোমবার দুপুর সাড়ে ১২টায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য কিশোরগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১১ জন পুলিশ সদস্যের মধ্যে দুইজন এসআই, একজন এএসআই ও আটজন কনস্টেবল ছিলেন।