ধর্মপাশায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ০৯:১৬, ৫ জুন, ২০২০
মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মুজিবর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ এলাকায় আজ শুক্রবার সকাল ১১টার দিকে ফলজ গাছের ১০টি চারা রোপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা বনবিভাগ এই কার্যক্রমের আয়োজন করে।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধরমপাশা উপজেলার বন বিভাগের ফরেস্টার আনিসুর রহমান প্রমুখ।
বনবিভাগের ওই কর্মকর্তা বলেন, মুজিব শতবর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৩২৫ টি গাছের চারা রোপন করা হবে বলে জানিয়েছেন।