ঢাকা (রাত ২:২৭) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই মেয়রের স্ত্রী করোনা আক্রান্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার দুপুর ০৩:৫১, ৩ জুন, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ করোনার ভয়াল থাবায় এবার আক্রান্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী । এর আগে আক্রান্ত হয়েছিলেন সাবেক মেয়রের স্ত্রী আসমা কামরান। তবে শ্যামা হক এর করোনার খবরটি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। জানা যায়, মঙ্গলবার (২ জুন) এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। অপরদিকে বর্তমানে এই দুই মেয়রের স্ত্রী দুই মেরুতে অবস্থান করছেন। তারা চিকিৎসাসেবা নিচ্ছেন দুই ঘরে শামা হক নিজ বাসায় । অন্যদিকে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান ওতাঁর বাসায় আইসোলেশনে আছেন। প্রসঙ্গত : করোনাকালীন সময়ে সিলেট সিটি মেয়র আরিফের সাথে শ্যামা হক চৌধুরী ও অসহায়দের পাশে এসে প্রতিনিয়তই কাজ করছেন। বিশেষ করে, তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, আরিফের কলোনিতে প্রায় ১৮টি পরিবার থাকে। তারা সবাই নিম্নআয়ের মানুষ। করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক ছুটি দীর্ঘ হওয়ায় খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যায় পড়েছিল দরিদ্র মানুষ। পক্ষান্তরে মেয়র আরিফকে তাঁর স্ত্রী বাড়া মওকুফ করার কথা জানালে তাতে তিনি সাড়া দেন। ভাড়া মওকুফের ঘঠনায় সম্প্রতি নগর জুড়ে আলোচনায় ছিলেন শ্যামা হক চৌধুরী। অপরদিকে লকডাউনর পর থেকে আসমা কামরান করোনাকালীন সময়ে পারিবারিক ভাবে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরনের পাশাপাশি করোনায় আক্রান্ত শহীদ সামছুদ্দিন হাসপাতালে রোগিদের প্রতিদিন খাবার বিতরন করতেন। যা নজীর বিহীন ঘটনা বলে মনে করছেন নগরবাসী। এদিকে সাবেক ও বর্তমান দু’মেয়র স্ত্রীদের করোনা মুক্তির জন্য সিলেটবাসীসহ দলের নেতাকর্মীদের প্রতি দোয়া করার অনুরোধ জানান। উল্লেখ্য: কোনভাবেই কমছে না আক্রান্তের সংখ্যা।সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী। মঙ্গলবার আরও ২৬ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যধি করোনাভাইরাস। জানা গেছে, মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ২৬ জনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসের অস্তিত্ব। আক্রান্তরা সিলেট সদর, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জনে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT