ধর্মপাশায় জ্বর-শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু
মোঃ কামরুজ্জামান বুধবার বিকেল ০৪:৩২, ২৯ এপ্রিল, ২০২০
মোবারক হোসাইন,ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি: জ্বর-শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে বিদ্যা মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৈশাখী বোরো ধান কাটা অবস্থায় কয়েকদিন আগে জ্বর হয়েছিল। গতকাল সন্ধ্যায় অস্বাভাবিক জ্বর থাকায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এমতাবস্থায় রাত সাড়ে নয়টা দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ভোর সাড়ে তিনটার দিকে সে মারা যায়। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ঝন্টু সরকার বলেন, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে নয়টায় জ্বর নিয়ে ভর্তি হয় বিদ্যা মিয়া, ভর্তির কিছুক্ষণ পড় তার শ্বাসকষ্ট দেখা দিলে ওয়ার্ড থেকে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। পরে ভোর সাড়ে তিনটার দিকে তার মৃত্যু। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার সংস্পর্শে আসা আরো ৪জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বিদ্যা মিয়ার মৃত্যুর খরবটি আমি শোনেছি এবং বিদ্যা ছাড়া আরো ৪ব্যাক্তির নমুনা সংগ্রহ করে লাশ হস্তান্তর করার পর সকাল নয়টার দিকে তার পারিবারিক গোরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানান, তার পরিবারের লোকজনসহ আশপাশের পরিবার গুলোকে কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।