বিছরাবাজার ইসলামি সমাজকল্যান পরিষদের উপহার বিতরণ
মোঃ কামরুজ্জামান বুধবার রাত ১১:১৪, ২২ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিছরাবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের ব্যাবস্থাপনায় (২২এপ্রিল) বুধবার, করোনা প্রাদূর্ভাবে বিশ্ব যখন লক ডাউনে মানুষ যখন গৃহবন্দি বিদেশী রেমিটেন্সের দুয়ার বন্দ দেশীয় কলকারখানা, মিল ইন্ডাস্ট্রিজ গামের্ন্টসের আয় স্তব্দ, নিম্নও মধ্যবৃত্ত মানুষ আজ কর্মহীন তাদের মুখে হাঁসি ফুটানোর লক্ষে মাহে রমজান কে স্বাগত জানিয়ে, দেশীও প্রবাসী সদস্য, শুভাকাঙ্খীদেে সহযোগিতায় অর্থনৈতিক সহযোগীতায় গরীব,দুঃখি,অসহায় ও লকডাউনে থাকা প্রায় শতাধিক পরিবারের মাঝে (চাল,ডাল,তৈল,চানা,খেজুর,ঘি) উপহার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যদের পাশাপাশি উপদেষ্টামন্ডলীর সদস্য গ্রামতলা জামেয়ার প্রিন্সিপাল জনাব মাওলানা ইসলাম উদ্দিন, রবিউল ইসলাম সুহেল, তাজ উদ্দিন,কামিল উদ্দিন, শাহাব উদ্দিন প্রমুখ। পরিষদের সদস্যরা রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে উপহারের ব্যাগগুলো পৌছে দিয়ে আসেন। সমাজকল্যাণ পরিষদের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ও সহ সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ খান বলেন, আমাদের এই জনসেবা লোক দেখানো নয়, আমাদের উদ্দেশ্য সচেতনতা, উৎসাহ আর নতুন উদ্যমে নতুনদের এগিয়ে আসা। যাতে অসহায়, দুস্থ্য এবং মধ্যবিত্ত যারা লোক লজ্জার জন্য বলতে পারছে না তাদের পাশে এগিয়ে আসতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।