ঢাকা (সকাল ৮:৪৬) রবিবার, ১৯শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী Meghna News পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি : ডাকাত দলের সর্দার অস্ত্রসহ গ্রেপ্তার Meghna News সাঘাটায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা Meghna News ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের Meghna News চাঁপাইনবাবগঞ্জ : তিন লক্ষ টাকা ইজ্জতের মূল্যে প্রবাসীর মুক্তি Meghna News সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানী শুরু

ব্যাতিক্রমী উদ্দ্যোগ গ্রহন করলেন ইউঃপিঃ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন



 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের জন্য ব্যক্তিগত উদ্যোগে হটলাইন সেবা চালু করেছেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন। সেই হটলাইন নাম্বারে ফোন করলেই বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু থেকে শুরু করে লবণ, পেয়াজ তেল, সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের জন্য এ হটলাইন সেবা চালু করা হয়। ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের নিজস্ব অর্থায়ণে ও প্রত্যক্ষ তত্বাবধানে এ কার্যক্রমের সমন্বয় করছেন সেচ্ছাসেবী মতিউর রহমান জাকের। দরিদ্র অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য ইতিমধ্যেই এলাকার তরুনদের একটি স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা হয়েছে। মতিউর রহমান জাকের জানান, এই দূর্যোগময় মূহুর্তে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর ও মধ্য নিম্ন আয়ের মানুষেরা।তাদের কথা বিবেচনা করে চেয়ারম্যান অাহমদ জুবায়ের লিটন মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নবাসীদের জন্য এই হটলাইন সেবা চালু করা হয়েছে । ইউনিয়নের অসহায় দরিদ্ররা ০১৮১৫২৯০৮৫০ অথবা ০১৭৫০৪৯৫৫৪০ নাম্বারে ফোন করে জানালে আমরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌছে দেয়া হবে। আমরা প্রথম দিনে দশটি পরিবারকে চাল, ডাল, তেল ,আলু বাড়িতে পৌছে দিয়েছি। এই সঙ্কট না কাটা পর্যন্ত আমাদের এই সেবা প্রতিদিন অব্যাহত থাকবে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, করোনা সংকটে এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোনও নাগরিককে যাতে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে না হয় সে’জন্য দরীদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এই দূর্যোগময় সময়ে হতদরীদ্রদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আশার পাশাপাশি অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT