ঢাকা (সকাল ১১:৩৬) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

৯৪ বস্তা সরকারী গম, আলু ও ধানের বীজ জব্দ, আটক ১

ভোলা জেলা ২২১৪ বার পঠিত
ভোলায় ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধানের বীজসহ মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ভোলায় ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধানের বীজসহ মানিক নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock শনিবার সকাল ১০:০৬, ১০ ডিসেম্বর, ২০২২

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভোলা শহরের নতুন বাজারের মানিক ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিএডিসির এসব বীজসহ তাঁকে আটক করা হয়।

এ সময় ব্যবসায়ী মানিক জব্দ করা মালামালের স্বপক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। পরে ডিলার সুলতান আহমেদের কাছ থেকে একটি মেমো নিয়ে আসেন, যা প্রমাণে ব্যর্থ হয়।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে মানিক ট্রেডার্স থেকে বিএডিসির ৯৪ বস্তা সরকারি গম, আলু ও ধান বীজসহ ব্যবসায় মানিককে আটক করা হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা করেছে। জব্দকৃত মালামালসহ মানিককে শুক্রবার সকালে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT