ঢাকা (বিকাল ৫:১৬) রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

২০২৩ সালে সরকারি ছুটি ২২দিন, ৮ দিনই শুক্র ও শনিবার

বাংলাদেশ সংবাদ Source তথ্যসূত্রঃ https://www.prothomalo.com/bangladesh/ycvazem9tm ২১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৩৯, ৩১ অক্টোবর, ২০২২

২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে আগামী বছর মোট ছুটি হচ্ছে ২২ দিন। তবে এই ২২ দিনের মধ্যে ৮ দিনই পড়েছে শুক্র ও শনিবার।

আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মোট ২২ দিনের ছুটির মধ্যে ১৪দিন সাধারণ ছুটি। আর আট দিন নির্বাহী আদেশে ছুটি। যেমন বাংলা নববর্ষের ছুটি।

এবার প্রকৃতপক্ষে ছুটি কমছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছরের ছুটির মধ্যে ছয় দিন ছিল শুক্র ও শনিবার। আর আগামী বছরের ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে আট দিন।

৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস
মন্ত্রিসভার বৈঠকে প্রতিবছর ৪ নভেম্বরকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দিনটি উদ্‌যাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ–সংক্রান্ত পরিপত্রের ‘ক’ ক্রমিকে বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অর্থাৎ দিনটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করা হবে।

উল্লেখ, ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান রচনা ও বিধিবদ্ধ করে সমবেতভাবে গ্রহণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT