ঢাকা (বিকাল ৪:৫২) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ পয়সা মান বাড়লো টাকার

অর্থনীতি ২১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:৪৪, ১৪ জুন, ২০২২

টানা কয়েক দফা পতনের পর ডলারের বিপরীতে এবার কিছুটা বেড়েছে টাকার মান। টাকার দাম ১৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন দর অনুযায়ী, প্রতি এক ডলার ৯২ টাকা ৩৭ পয়সা, যা গতকাল সোমবার (১৩ জুন) ছিল ৯২ টাকা ৫০ পয়সা।

মঙ্গলবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৭ জুন কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ৫ পয়সা বাড়িয়ে বিভিন্ন ব্যাংকের কাছে ডলার দাম ৯২ টাকা নিয়েছে। আগের দিন ৬ জুন ছিল ৯১ টাকা ৯৫ পয়সা। এর আগে গত ৫ জুন ছিল ৯১ টাকা ৫০ পয়সা, ৪ জুন ৮৯ টাকা ৯০ পয়সা। গত ৩১ মে ছিল ৮৯ টাকা।

এক মাসে ডলারের বিপরীতে টাকার মান ৫ টাকা ৪১ পয়সা কমেছে। আর চলতি বছরে শুধু ডলারের বিপরীতে অন্তত ১১ বার মান হারিয়েছে টাকা।

এর আগে, গত ২ জুন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল। যা তার আগে ছিল ৮৯ টাকা। পরে ডলারের বেধে দেওয়া দাম থেকে সরে আসে কেন্দ্রীয় ব্যাংক। দাম নির্ধারণ ব্যাংকগুলোর হাতেই ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

গত বছরের মাঝামাঝিতে দেশে ডলারের সংকট শুরু হয়। রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকলেও সেই তুলনায় বাড়েনি রেমিট্যান্সের প্রবাহ। এতে ডলারের সংকট তৈরি হয়।

সংকট বাড়তে থাকায় কমতে থাকে টাকার মান। ইতিহাসের সবচেয়ে কম টাকার মান কমে আসে সম্প্রতি। বাড়তি দাম দিয়ে কিনতে হয় ডলার। অনেকে সুযোগ বুঝে মুনাফার আশার ডলার মজুদ করে রাখেন। এতে খোলা বাজারে ডলার ১০০ টাকা ছাড়িয়ে যায়। এতে তৈরি হয় অস্থিরতা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT