ঢাকা (রাত ৩:২৮) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

হিজরি ১৪৪২ সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার এস্ট্রোনমিক্যাল রিপোর্ট

<script>” title=”<script>


<script>

আগামী ২৯ শে মুহররমুল হারাম  শরীফ ১৪৪২ হিজরি, ২১ রবি ১৩৮৮ শামসী (১৮ সেপ্টেম্বর ,২০২০) জুমুয়াবার সন্ধ্যায় চাঁদ দিগন্তরেখার ১১ ডিগ্রী ৩৫ আর্ক মিনিট উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে প্রায় ২৩ ঘণ্টার বেশী।  সেদিন ঢাকায় সূর্যাস্ত ৬ টা ০০ মিনিটে এবং চন্দ্রাস্ত ৬ টা ৫৬ মিনিটে অর্থাৎ ৫৬ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে।সেদিন চাঁদ অবস্থান করবে ২৬৪ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৭২ ডিগ্রী আযিমাতে।

সূর্যাস্তের সময় চাঁদ ১৪ ডিগ্রীর বেশী কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের ০১.৬৩% আলোকিত থাকবে ।  যদি আকাশ পরিষ্কার থাকে তবে বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখতে পাবার সম্ভাব্য সময় সন্ধ্যা ৭ টা ২৫ মিনিট (ঢাকার সময় অনুযায়ী)

সম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। সে লক্ষ্যে সকলকে আগামী ২৯ শে মুহররমুল হারাম ১৪৪২ হিজরি, ২১ রবি ১৩৮৮ শামসী (১৮ সেপ্টেম্বর,২০২০) জুম্মাবার সন্ধ্যায় চাঁদ তালাশ করতে হবে।

 

 

রুইয়াতিল হিলাল মাজলিশ এর পক্ষে,

আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT