ঢাকা (রাত ১:২৫) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় ঝটিকা মিছিলের মূল হোতা ছাত্রলীগ নেতা গ্রেফতার Meghna News অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী Meghna News গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালক নিহত Meghna News ফতুল্লায় গ্রেফতার হওয়া স্বপনের মুক্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনুই জলমহাল হত্যাকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার রাত ০৯:৩৪, ২৪ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই এক মৎস্যজীবীকে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

সুনামগঞ্জ জেলা শহরের আলফাত স্কয়ারে রোববার বেলা ১২ টার দিকে  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুনুই জলমহালে হামলা, অগ্নিসংযোগ ও এক মৎস্যজীবীকে গলা কেটে হত্যার ঘটনার প্রতিবাদে এবং বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা শহরের আলফাত স্কয়ারে ‘ক্ষত্রিয় বর্মণের ইতিহাস অনুশীলন ও কল্যাণ পরিষদ’ সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার মৎস্যজীবী সমবায় সমিতির নামে জলমহাল ইজারা দিলেও সত্যিকার অর্থে প্রকৃত মৎস্যজীবীরা এ থেকে কোনো উপকার পান না। এলাকার ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিরাই এসব জলমহাল নিয়ন্ত্রণ করেন। তাঁরাই জলমহালের সব সম্পদ লুট করেন। সাধারণ জেলেরা প্রতিনিয়ত তাঁদের অত্যাচার-নির্যাতনের শিকার হন। শ্যামাচরণ বর্মণ হত্যার ঘটনাটি এর জলন্ত প্রমান ।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মনাই নদীর প্রকাশিত সুনই জলমহালে ৭ জানুয়ারি রাতে হত্যার ঘটনা ঘটে। এতে মৎস্যজীবী শ্যামাচরণ বর্মণ (৬৫) নিহত হন। আহত হন আরও ১৫ থেকে ২০ জন। ঘটনার পর সুনই মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও নিহত ব্যক্তির ছেলে চন্দন বর্মণ (৩০) স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ওরফে রতন (৫২), তাঁর ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ওরফে রোকন (৩২), সাংসদের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোবারক হোসেন ওরফে মাসুদসহ (৫৫) ৬৩ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন।

কিন্তু অভিযোগে সাংসদ রতন ও তাঁর ভাইদের নাম দেখে পুলিশ মামলাটি গ্রহণ করেনি। পরে ১৪ জানুয়ারি এ বিষয়ে আদালতে মামলার আবেদন করে নিহত ব্যক্তির পরিবার। কিন্তু এর আগেই পুলিশ বাদী হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা করে। ওই মামলা চলমান থাকায় থানা থেকে আদালতে প্রতিবেদন না আসা পর্যন্ত আদালতে দাখিল করা মামলাটি স্থগিত এবং থানা থেকে প্রতিবেদন আসার পর এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আদেশ দেন আদালত।

তবে পুলিশ বাদী হয়ে করা মামলাটি ‘মনগড়া’ ও ‘সাজানো’ বলে দাবি করেছেন নিহত ব্যক্তির ছেলে চন্দন বর্মন। তিনি আইনগত প্রতিকার চেয়ে ১২ জানুয়ারি সুনামগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন। ঘটনার রাতেই পুলিশ ২৩ জনকে আটক করে। এর মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়া তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন সাংবাদিকদের বলেন, ঘটনার দিন তিনি সেখানে ছিলেন না, এটি সবাই জানে। রাজনৈতিক প্রতিহিংসা বশত একটি পক্ষ ফায়দা নেওয়ার জন্য এ ঘটনায় তাঁকে জড়ানোর চেষ্টা করছে। তিনি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

 




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT