ঢাকা (রাত ২:৫৬) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

সিলেটে মশাল ধারে বৃষ্টি, বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি

সিলেট জেলা ২৯০ বার পঠিত

আবুল কাশেম রুমন আবুল কাশেম রুমন Clock সোমবার রাত ১০:৫১, ৬ মে, ২০২৪

সিলেট তীব্র তাপদাহের পর মশাল ধারে বৃষ্টি হচ্ছে, নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে সিলেটের দুটি নদ-নদীর পানি শুষ্ক মৌসুমের বিপদসীমা অতিক্রম করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ফলে সিলেট জুড়ে বন্যার আশঙ্কা শোনা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রীষ্মকালে সিলেটে সুরমা নদী কানাইঘাট পয়েন্টে বিপদসীমা ১০ দশমিক ৮ সেন্টিমিটার। আর বর্ষা মৌসুমে বিপদসীমা ১৩ দশমিক ৭৫ মিটার। অথচ এই মৌসুমে ১১ দশমিক ১১ সেন্টিমিটারে পৌঁছেছে (শুক্রবার) পানির স্তর। যেটি এই মৌসুমে সাধারণত হওয়ার কথা নয়।

তবে শনিবার (৪ মে) থেকে পানির স্তর ১০ দশমিক ৩ সেন্টিমিটারে নেমে আসে। একই ভাবে কুশিয়ারা নদীর পানিও উজানের ঢলে বাড়লেও এখন কমতে শুরু করেছে। তবে সোমবার (০৫ মে) রাত ভর বৃষ্টিপাত হওয়ায় সিলেটের বিভিন্ন ভাটি অঞ্চলে বেড়েছে পানি।

পানি উন্নয়ন বোর্ড বলছে- বৃষ্টি অব্যাহত থাকলে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মূলতঃ সিলেটে বৃষ্টির কারণে আগাম বন্যা হয় না, বাংলাদেশের উজানে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি হলে আগাম বন্যা হয়। সোমবার রাতে সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, প্রাকবর্ষা মৌসুমে সিলেটে ও ভারতে বৃষ্টির ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ভারতে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে ভারতে বৃষ্টি অব্যাহত থাকলে আগাম বন্যা দেখা দিতে পারে। এ সময় সিলেটের নদ-নদীগুলোর পানি বর্ষা মৌসুমের বিপদসীমা অতিক্রম করতে পারে।

জানা গেছে, সিলেটে সোববার দিবাগত রাত ভর বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিলো বজ্রগর্জন, বজ্রপাত ও ঝড়োহাওয়ার সঙ্গে প্রবল ঝড়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন সোববার সকালে জানিয়েছেন- শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রোববার সকাল থেকেও সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সন্ধ্যার পর কিছু জায়গায় বৃষ্টি নামে। এ রিপোর্ট লেখা ( বেলা ৬টা পর্যন্ত) সিলেটে বৃষ্টি ঝরছিল।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT