ঢাকা (রাত ১:৩০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সিলেটে পৌর নির্বাচনে উত্তাপ-৭০ টি কেন্দ্র ঝুকিপূর্ণ

মোঃইবাদুর রহমান জাকির  মোঃইবাদুর রহমান জাকির  Clock শনিবার রাত ০১:৩১, ১৬ জানুয়ারী, ২০২১

রাত পোহালে সিলেট বিভাগের ৭ পৌরসভায় ভোট আজ। শেষ মুহূর্তে কয়েকটি পৌরসভার নির্বাচন উত্তাপ ছড়াচ্ছে। প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। হাঙ্গামা ঠেকাতে গতকাল সন্ধ্যা থেকেই পৌর এলাকাগুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যা থেকে টহল দেয়া হচ্ছে। যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেখানে টহল জোরদার করা হয়েছে। পৌরসভাগুলোতে কোথাও কোথাও আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী মুখোমুখি। আবার কোথাও আওয়ামী লীগ প্রার্থী মুখোমুখি হয়েছেন নিজ দলের বিদ্রোহীদের।

এদিকে- নির্বাচন কমিশন ৭ পৌরসভার ৯১টি কেন্দ্রের মধ্যে ৭০টিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তার পাশাপাশি ম্যাজিস্ট্রেট টহল জোরদার করা হয়েছে। সহিংসতা এড়াতে চারস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২১ প্লাটুন বিজিবি সদস্য। বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মাঠে রয়েছে।

আজ যে ৭টি পৌরসভায় নির্বাচন হচ্ছে তার মধ্যে রয়েছে- সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভা। এবারের পৌরসভা নির্বাচনে একটি ভোট কেন্দ্রে ৪ জন পুলিশ, ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসারসহ মোট ১৩ জন করে দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের বাইরে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের একটি টিম। সাদা পোশাকে থাকবে পুলিশ সদস্যরা।

এছাড়াও, পৌর এলাকায় ৮ জন করে থাকবে র‌্যাবের টহল টিম। একইভাবে ৮ জনের রিজার্ভ টিমও থাকবে। একটি পৌরসভায় র‌্যাবের ৩২ সদস্যের টহল টিম এবং ৩২ সদস্যের রিজার্ভ টিম থাকবে। প্রতি পৌরসভায় থাকবে ৩ প্লাটুন বিজিবি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবে বিজিবি।

দায়িত্বপালনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন- সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-এ-এলাহী সুনামগঞ্জ পৌরসভায়, সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভা দীপ পাল ছাতক পৌরসভায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুর জগন্নাথপুর পৌরসভায়, মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম হোসনে আরা কমলগঞ্জ পৌরসভায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান কুলাউড়া পৌরসভায়, হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরুল হুদা চৌধুরী মাধবপুর পৌরসভায় ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মন নবীগঞ্জ পৌরসভার দায়িত্ব পালন করছেন। ১৪ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি পর্যন্ত তারা এই দায়িত্বে থাকবেন। নির্বাচনী এলাকায় সহিংসতার তাৎক্ষণিক বিচার কার্যক্রম করবেন। ডিআইজি সিলেটের রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (গণমাধ্যম) জেদান আল মুসা জানিয়েছেন- ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন ও ভোট দিতে পারেন- এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছেন- ৭ পৌরসভার মোট ভোট কেন্দ্র ৯১টি। ভোট কক্ষ ৪৭৮টি। সুনামগঞ্জ পৌরসভার মোট ভোটার ৪৬ হাজার ৯৭৯ জন। ছাতক পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ২৭৮ জন। জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৬০১ জন। কমলগঞ্জ পৌরসভার মোট ভোটার ১৩ হাজার ৯০৫ জন। কুলাউড়া পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৭৬৯ জন। নবীগঞ্জ পৌরসভার মোট ভোটার ১৮ হাজার ৬৯৯ জন। মাধবপুর পৌরসভার মোট ভোটার ১৫ হাজার ৯৮৭ জন।

এদিকে সিলেটের পৌরসভা নির্বাচনে প্রচারণা কালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সমর্থকরা এসব ঘটনায় জড়িয়ে পড়েন। তবে- প্রশাসনের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার কারণে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT