ঢাকা (বিকাল ৩:০৮) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটে চলছে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock মঙ্গলবার রাত ১১:০১, ২২ ডিসেম্বর, ২০২০

সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে ও লাখো মানুষের জীবন-জীবিকা রক্ষার্থে সিলেটে চলছে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে শুরু হয় এ পরিবহণ ধর্মঘট।

এদিকে হঠাৎ করে পরিবহন বন্ধ হয়ে যাওযায় বিপাকে পড়েছেন দুর-দুরান্তের যাত্রীরা। বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, রিক্সা ছাড়া চলছেন না কোনো ধরনের যানবাহন। পায়ে হেটে অনেকেই যাচ্ছেন কর্মস্থলে। পথে পথে জনদুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।

পরিবহণ ধর্মঘট উপলক্ষে শ্রমিকরা ভোর থেকেই সিলেটের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। কোন গাড়ি এলেই বাঁধা দেয়ার দৃশ্যও দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরীর সুবহানীঘাটস্থ হোটেল ভেলি গার্ডেনে পাথর কোয়ারী সচল করার দাবিতে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সিলেট বিভাগের পাথর কোয়ারিসমূহ খুলে দেওয়ার দাবিতে আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর সিলেট বিভাগে সকল প্রকার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে গণপরিবহণ এবং পণ্যপরিবহণ মালিক ও শ্রমিক সংগঠন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT