ঢাকা (দুপুর ২:২৯) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিলেটে এখন কোটি টাকার প্রশ্ন-“কে সেই সিনিয়র অফিসার?”

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock মঙ্গলবার রাত ১১:২৬, ১০ নভেম্বর, ২০২০

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া ভারতীয় খাসিয়াদের হাত ঘুরে এখন পুলিশের খাঁচায়। তবে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আকবরকে মোবাইলের ক্যামেরায় বন্দি করেন ভারতীয় খাসিয়ারা। সিলেট মহানগর পুলিশের কে সেই অফিসার? যার কথায় আকবর সিলেট ছেড়ে ছিল। তবে পিবিআই তদন্ত কর্মকর্তা বলেন, পুলিশের সেই অফিসার সম্পর্কে আকবরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

খয়েরি রঙের ফুল হাতা শার্ট, উশকোখুশকো চুল আর গালভরা দাড়ি নিয়ে ক্যামেরায় ধরা দেন আকবর। ভাইরাল হওয়া দুটো ভিডিও ক্লিপে দেখা যায় সবুজ রঙের নাইলনের রশি দিয়ে আকবরের কোমর বেঁধে রাখা, হাতও বাঁধা। রায়হানের মৃত্যুর ঘটনায় বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে নিজের পক্ষে কেঁদে কেঁদে সাফাই গাইতে দেখা যায় ভিডিওগুলোতে।

একটি ভিডিওতে আকবরকে পিছমোড়া করে বেঁধে রাখা দেখতে পাওয়া যায়। হাত পেছনে রেখে রশি টাঙিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে কয়েকজনকে। জিজ্ঞাসাবাদের জবাবে আকবর তখন বলেন, ‘আমাকে একজন সিনিয়র অফিসার বলেছেন, তুমি চলে যাও, দুই মাস পর পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসবা।’

কে সেই সিনিয়র অফিসার? বন্দরবাজার পুলিশ ফাঁড়িটি কতোয়ালি থানার অধীন। আকবরকে অভয় দেওয়া সেই অফিসারটি কি এ থানার কেউ? এ থানায় তার মাথার উপরে রয়েছেন তিনজন। এরা হলেন- ইন্সপেক্টর (তদন্ত), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকারী কমিশনার (এসি)। নাকি এরা কেউই নন, আরও উপরের কেউ?

তদন্তে পুলিশ নিশ্চিত হতে পারবে সেই নাম। তারা কি জানাবে সেই অফিসারের নাম? সিলেটে এখন কোটি টাকার প্রশ্ন এটিই।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT